Home > Term: হাইপোগ্লাইসেমিয়া
হাইপোগ্লাইসেমিয়া
হাইপোগ্লাইসেমিয়া-কে, রক্তে গ্লুকোজের মাত্রা কম একথাও বলা হয়,যখন কোনো ব্যক্তির রক্তে গ্লুকোজোর মাত্রা স্বাভাবিকের তুলনায় কম যেমন 70 mg/dl-র নীচে হয়৷ এই রোগের লক্ষণগুলি হল ক্ষুদা,ভয়,দ্বিধাগ্রস্ত,ঘাম হওয়া,মাথাঘোরা বা হতবুদ্ধি,ঘুম-ঘুম ভাব,এবং এলোমেলো অবস্থা৷ যদি চিকিত্সা না করা হয়,হাইপোগ্লাইসেমিয়া-র কারণে অজ্ঞান হয়ে যেতে পারে৷ হাইপোগ্লাইসেমিয়া-র রুগীকে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন গ্লুকোজ ট্যাবলেট বা রস দেওয়া হয়৷ যদি রুগী অজ্ঞান হয়ে যায় বা গিলতে অসুবিধে থাকে তাহলে গ্লুক্যাজন ই়্জেকশন দ্বারাও হাইপোগ্লাইসেমিয়া-র চিকিত্সা করা যেতে পারে৷ এটিকে ইন্সুলিন রিয়্যাকশনও বলা হয়৷
- Part of Speech: noun
- Industry/Domain: Health care
- Category: Diabetes treatment
- Company: NIDDK
0
Creator
- sus
- 100% positive feedback
(Kolkata, India)